Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নুরেশ্বর বিল
Location
তিয়শ্রী ইউনিয়ন দৌলতপুর গ্রাম
Transportation
নেত্রকোনা জেলা হইতে বাস যোগে মদন হয়ে অটো যোগে দৌলতপুর কালীবাড়ি মোড় হয়ে নুরেশ্বর বিল
Details

নুরেশ্বর বিল

প্রত্যন্ত ভাটি এলাকার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দৌলতপুর গ্রামের পশ্চিম পাশে ঐতিহাসিক নুরেশ্বর বিল

লোকের মুখে শোনা যায় বহুদিন আগে উক্ত বিলের পাশে এক কৃষক বাস করতেন তার একটি গাভি ছিল কৃষক স্বপ্নে দেখেন যে তোমার গাভির গর্ভ থেকে একটি ষাড় বাচুর হবে তা ষাড় হলে নুরেশ্বর বিল থেকে একটি স্বর্নের ষাড় আসবে উভয় ষাড়ের লড়াই হবে । লড়াইয়ে যদি তোমার ষাড় জিতে যায় তাহলে এখানে শহর হবে । উভয় ষাড়ের লড়াই শুরু হলে উভয় ষাড়ের খুড়ার আঘাতে বিল হয় তার নাম নুরেশ্বর বিল । দুই ষাড় দুই দিকে গিয়ে মগড়া নদিতে নেমে যাওয়ায় দুদিকে দুটি খাল হয় যার নাম খুড়াই খাল এবং পাগলা খাল । প্রতি বছর এখানে অষ্টমি তিথিতে হাজার হাজার  হিন্দু আসে স্নান করার জন্য