তিয়শ্রী ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বালুই নদী বয়ে গেছে, অত্র ইউনিনৈর তিয়শ্রী বাজার দিয়ে একটি খাল বয়ে গেছে যা ফতেপুর ও নায়েকপুর ইউনিয়ন নিয়ে বিস্তৃত। তিয়শ্রী ইউনিয়ন মাঝখান দিয়ে বয়ে মগড়া নদি যা দিয়ে বাংলাদেশের যে কোন স্থানে যাওয়া যায়। এ ছাড়াও ছোট বড় বেশ কয়েকটি খাল রয়েছে যেমন বালান্দর, জানের খাল, রৌহার খাল, আফানিয়ার খাল, গাতীর থাল অন্যান্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস